‘থ্রি ইডিয়টস’ অভিনেতার সঙ্গে অভিনয় করবেন তিশা, সরে গেলেন বাসার
কলকাতার প্রযোজনায় নির্মিত হতে যাওয়া রোমান্টিক চলচ্চিত্র ‘ভালোবাসার মরসুম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয়ের কথা ছিল বলিউডের অভিনেতা শারমন যোশি ও বাংলাদেশের খায়রুল বাসারের। তবে শুটিং শুরুর আগমুহূর্তে হঠাৎ করেই এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন খায়রুল বাসার।
শুক্রবার (২৫ জুলাই) নিজের ফেসবুক পেজে এক পোস্টে খায়রুল বাসার জানান,
‘ভালোবাসার মরসুম সিনেমায় সম্পৃক্ত হবার বিষয়ে আলোচনা চলছিল। শিডিউল জটিলতা না থাকলে খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতাম। তবে কিছু যুক্তিসংগত কারণে এই সিনেমায় আর থাকছি না। ধন্যবাদ।’
তবে বাসারের এই বক্তব্যের সঙ্গে একমত নন পরিচালক এমএন রাজ। তিনি গণমাধ্যমকে জানান, 'বাসার এই ছবির জন্য ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন এবং তাকে পারিশ্রমিকের এক-চতুর্থাংশ পরিশোধও করা হয়েছে। তিনি এখন কীভাবে বলছেন যে এখনো যুক্ত হননি, সেটা বোঝা যাচ্ছে না।'
পরিচালকের দাবি অনুযায়ী, মাত্র একদিন আগেই বাসার ই-মেইলের মাধ্যমে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়েছিলেন; কিন্তু পরদিন হঠাৎ একটি মেসেজ পাঠিয়ে জানিয়ে দেন, তিনি আর সিনেমাটিতে অংশ নিচ্ছেন না।
এ বিষয়ে এমএন রাজ বলেন, 'আজ দুপুরে বাসার জানালেন তিনি ছবিটি করতে পারবেন না। এরপর থেকে বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছি না। এখনো নিশ্চিত নই, কী হতে যাচ্ছে।'
‘ভালোবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা ও শারমন যোশির পাশাপাশি অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতের দার্জিলিংয়ে টানা ২৩ দিন ধরে হবে প্রথম ধাপের শুটিং। দ্বিতীয় ধাপের শুটিং হবে অক্টোবর মাসে মুর্শিদাবাদে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাবে সিনেমাটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে