Views Bangladesh Logo

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছে। বিষয়টি শুরু হয় অনলাইন ফ্যাশন পেজ ‘এ্যাপোনিয়া’ থেকে ২৮,৮০০ টাকার একটি শাড়ি নিয়ে প্রমোশন দেওয়ার ঘটনায়। ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা অভিযোগ করেন, শাড়ির মূল মূল্য পরিশোধ না করে তিশা শাড়িটি ব্যবহার করেন এবং পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

এর প্রতিক্রিয়ায় তিশা তার ফেসবুক পেজে দাবি করেন, শাড়িটি তার কাছে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এ ঘটনার পর ‘এ্যাপোনিয়া’ পেজের এক্সিকিউটিভ মো: আমিনুল ইসলাম তার পক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার ১ লাখ টাকা ক্ষতিপূরণ ও ক্ষমাপ্রার্থনার জন্য তিশাকে আইনি নোটিশ পাঠান। নোটিশটি ২২ অক্টোবর ডাকযোগে ও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়।

আইনি নোটিশে তিশাকে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি সামাজিক মাধ্যমে মিথ্যাচার বন্ধ ও ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অভিনেত্রী বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
এরপর বুধবার (৫ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার সি.আর. নম্বর ৯৬২/২০২৫। মামলায় মামলাকারী আমিনুল ইসলাম আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ চেয়ে আবেদন করলে আদালত তিশার বিরুদ্ধে মামলা গ্রহণ করেন এবং তদন্তের জন্য ডিবিকে (গোয়েন্দা সংস্থা) নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, “তানজিন তিশার মতো একজন সেলিব্রিটি নারী উদ্যোক্তার সঙ্গে এই ধরনের প্রতারণা করা কাম্য নয়। বিষয়টি সমাধান করা সম্ভব ছিল, কিন্তু তিনি সামাজিক মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস দিয়েছেন। তাই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ্যাপোনিয়া অনলাইন ফ্যাশনের কর্ণধার ঝিনুক বলেন, “যেকোনো পেশারই এথিক্স থাকে। তা না মানলে পেশার সম্মান থাকে না। শিল্পীরা মানুষের জন্য কাজ করেন। যদি শিল্পীরা প্রতারণা করেন, মানুষের বিশ্বাস ভঙ্গ হয়, সেটা দুঃখজনক। যেহেতু বিষয়টি আদালতে গড়িয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি ন্যায্য বিচার হবে।” 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ