Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আর অংশ নিচ্ছেন না।

বুধবার (১ অক্টোবর) নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে তামিম নিজেই এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

বুধবার অন্তত আরও ১০ জন প্রার্থীও নির্বাচন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে এক্সিওম ক্রিকেটার্স কাউন্সিলের প্রতিনিধি ইসরাফিল খসরু সংবাদমাধ্যমকে জানান, প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত একটি দলের হস্তক্ষেপের প্রতিবাদে।

ইসরাফিল খসরু বলেন, 'এখনো পর্যন্ত আমি এটুকুই বলতে পারি যে সরকারের একটি অংশ এতে হস্তক্ষেপ করছে। শীঘ্রই আমরা একটি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাব।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ