Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তামিম ইকবাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল এবার নাম লিখতে যাচ্ছেন ক্রিকেট প্রশাসনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তামিম। এ বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন না। খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন দেশের অন্যতম প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তিনি। এবার নতুন ভূমিকায় তাকে দেখা যাবে বিসিবির নির্বাচনী ময়দানে।

তামিম জানিয়েছেন, আপাতত তিনি মনোযোগ দিচ্ছেন নির্বাচনে অংশ নেয়ার প্রক্রিয়ায়। বিসিবির সভাপতির পদে আসতে চাইলে আগে পরিচালক হতে হবে—এ শর্ত পূরণেই এখন তার লক্ষ্য। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবই।’

তবে বিসিবি নির্বাচন ঘিরে অন্য আলোচনা চলছেই। শোনা যাচ্ছে, ভোট পিছিয়ে অ্যাড-হক কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সময়ের দায়িত্বে থাকতে পারেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকেই পরিচালক হিসেবে রাখার কথা ভাবছে। পরে তিনি সভাপতি পদেও লড়তে পারেন।

তবে বিসিবি কর্তৃপক্ষ বারবার জানিয়ে আসছে, নির্বাচন নির্ধারিত সময়েই হবে। আগামী সোমবার সিলেটে বোর্ডের গুরুত্বপূর্ণ সভা বসবে। সেখানেই নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ