Views Bangladesh Logo

জাহানারার অভিযোগের ভিত্তিতে স্বাধীন তদন্তের দাবি, ভুক্তভোগীদের মুখ খুলতে আহ্বান তামিমের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের অভিযোগ ইস্যুতে সরব হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, জাহানারার উত্থাপিত অভিযোগগুলো অত্যন্ত গুরুতর, এবং যদি তা সত্য প্রমাণিত হয়, তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তামিম লেখেন, 'শুধু একজন জাতীয় ক্রিকেটার বলেই নয়- যে কোনো স্তরের ক্রীড়াবিদ, বিশেষ করে নারীদের প্রতি এমন আচরণ অগ্রহণযোগ্য। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।'

বিসিবির বাইরে থেকে স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়ে তামিম বলেন, 'বিসিবি একটি তদন্ত কমিটি করেছে বটে, তবে আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে এমন একটি কমিটি হওয়া উচিত, যেখানে বিসিবির কেউ থাকবেন না। এতে পক্ষপাতহীন তদন্ত সম্ভব হবে।'

তিনি আরও বলেন, 'একজন ক্রিকেটার যখন দলের পরিবেশ নিয়ে গুরুতর অভিযোগ তোলেন, সেটি যাচাই না করে দ্রুত উড়িয়ে দেওয়া উচিত নয়।'

তামিম সব ভুক্তভোগী নারী ক্রীড়াবিদদের সাহস নিয়ে সামনে আসার আহ্বান জানান। তিনি বলেন, 'জাহানারার অভিযোগের পর আরও কিছু ঘটনার কথা শোনা যাচ্ছে। যারা কোনোভাবে হেনস্তার শিকার হয়েছেন, সবাই যেন সাহস করে মুখ খুলেন। আমরা তাদের পাশে থাকব।'

তিনি সতর্ক করে বলেন, 'যদি এই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার না হয়, তাহলে ভবিষ্যতে মেয়েরা ক্রিকেট বা অন্য খেলায় আসতে ভয় পাবে। আমরা সেটা কখনোই হতে দিতে পারি না।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ