Views Bangladesh Logo

টেস্ট অধিনায়ক হতে চান তাইজুল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই হুট করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই জল্পনা চলছে, কে হবেন টাইগারদের পরবর্তী লাল বলের নেতা। এখন পর্যন্ত বিসিবি নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি। এর মধ্যেই নিজের আগ্রহের কথা প্রকাশ করেছেন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-কে দেয়া সাক্ষাৎকারে তাইজুল বলেন, ‘অধিনায়কের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়া উচিত। দল যখন অধিনায়কের ওপর আস্থা রাখে, তখন ফলাফল ভালো হয়। যদি (নেতৃত্বের) সুযোগ আসে, আমি কেন না বলব? আমার অভিজ্ঞতা আছে, এমন কোনো দিক নেই যেটা আমার মধ্যে অনুপস্থিত।’

তবে নেতৃত্বের বিষয়ে প্রলুব্ধ নন জানিয়ে তিনি যোগ করেন, ‘আমি বলছি না যে অধিনায়কত্ব চাই, তবে যদি দায়িত্ব দেয়া হয়, সেটা পালনে আমি প্রস্তুত।’

নেতৃত্ব কেমন হওয়া উচিত, সে বিষয়েও মত দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। বলেছেন, ‘টেস্ট অধিনায়কত্ব কোনো গ্ল্যামারাস কিছু নয়। একজন অধিনায়কের দৃষ্টিভঙ্গি থাকা দরকার, সে কেমন দল চায়, দুই বছর পর দলকে কোথায় দেখতে চায় এই লক্ষ্য ঠিক করাই আসল।’

তবে সিদ্ধান্তটি টিম ম্যানেজমেন্ট ও বোর্ড কর্মকর্তাদের হাতেই ছেড়ে দিয়েছেন তাইজুল। এখন সিদ্ধান্ত বোর্ডের তারা কি অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে, নাকি তরুণ নেতৃত্বে আস্থা রাখবে সেটাই দেখার বিষয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ