এসএ২০ লিগে প্রথম বাংলাদেশি হিসেবে দল পেলেন তাইজুল
দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আগামী আসরের জন্য তাকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। মঙ্গলবার জোহানেসবার্গে অনুষ্ঠিত নিলামে তাকে ৫ লাখ র্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা) দলে ভেড়ায় দলটি।
ক্রিকেট সাউথ আফ্রিকা কর্তৃক আয়োজিত এসএ২০-এর চতুর্থ আসরটি আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে মোট ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
অতীতে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা বিভিন্ন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, কিন্তু এসএ২০-তে কোনো বাংলাদেশি ক্রিকেটারের দল পাওয়া এটাই প্রথম। এবারের নিলামে তাইজুলই একমাত্র বাংলাদেশি, যিনি দল পেলেন।
ডারবান সুপার জায়ান্টস দলে তাইজুল সতীর্থ হিসেবে পাবেন হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, জস বাটলার এবং সুনীল নারিনের মতো আন্তর্জাতিক তারকাদের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে