থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবেন তহুরা-ঋতুপর্ণারা
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশের নারী ফুটবল দল প্রস্তুতি শুরু করছে। এরই অংশ হিসেবে তারা বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, অক্টোবরের শেষে তহুরা-ঋতুপর্ণারা থাইল্যান্ড সফরে যাবেন, যেখানে তারা স্বাগতিক দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন।
ছুটি শেষে কোচ পিটার বাটলার সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় ফিরবেন। এরপর জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের নিয়ে একটি ক্যাম্প শুরু হবে। এবার বাফুফে ভবনে নয়, ক্যাম্পটি একটি পাঁচ তারকা হোটেল বা রিসোর্টে অনুষ্ঠিত হবে।
এছাড়া, এশিয়ান কাপের প্রস্তুতির জন্য বাফুফে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করারও পরিকল্পনা করছে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য ভিয়েতনাম ও আজারবাইজানকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলকে জাপানে অনুশীলনের সুযোগ করে দেওয়ারও পরিকল্পনা আছে। একই সাথে, এশিয়ান কাপে যাওয়ার পথে নিউজিল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলারও চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে