Views Bangladesh Logo

ভাঙছে তাহসান–রোজার সংসার

নপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটছে বলে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

দীর্ঘদিন ধরে বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চললেও সম্প্রতি বিষয়টি স্বীকার করেন এই তারকা।

তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক হলেও উদ্ভূত পরিস্থিতির কারণে মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

তাহসান বলেন, খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তিনি জানান, বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের কারণেই সত্যটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান।

রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি প্রায় এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ