টি-টুয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান বাদ, বাংলাদেশ ফিরছে?
চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ক্রিকেট বিশ্বের নাটকীয়তা নতুন মোড় নিয়েছে। নিরাপত্তার কারণে গত শনিবার ভারতের সফর এড়িয়ে যাওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
তবে এখন পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করে বাংলাদেশকে পুনরায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবেচনা করছে, তারা যদি বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করে, তবে বাংলাদেশকে ফিরিয়ে আনা হবে।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার বা সোমবার জানানো হবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের র্যাঙ্কিংয়ের কাছাকাছি থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৭ নম্বরে আর বাংলাদেশ ৯ নম্বরে। এই কারণে পাকিস্তান সরে গেলে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আগেই বাংলাদেশ নাম প্রত্যাহার করায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে, বাংলাদেশকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিবেদনে এক কর্মকর্তা জানান, পাকিস্তান যদি সরে যায়, বাংলাদেশ তাদের স্থানে গ্রুপ এ-তে খেলবে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জন্য প্রস্তুতি ও যাতায়াত সহজ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে