Views Bangladesh Logo

রাজশাহীর ৬ আসনে প্রতীক পেলেন ২৯ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে ২৬ জন দলীয় এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী।

রাজশাহীর ৬টি আসনের প্রার্থী যারা

রাজশাহী-১: শরীফ উদ্দীন (বিএনপি, ধানের শীষ), মুজিবুর রহমান (জামায়াত, দাঁড়িপাল্লা), আব্দুর রহমান (এবি পার্টি, ঈগল), মির মো. শাহজাহান (গণ অধিকার পরিষদ, ট্রাক)

রাজশাহী-২: মিজানুর রহমান মিনু (বিএনপি, ধানের শীষ), মোহাম্মদ জাহাঙ্গীর (জামায়াত দাঁড়িপাল্লা), মু. সাঈদ নোমান (এবি পার্টি), মোহাম্মদ সামছুল আলম (নাগরিক ঐক্য), মেজবাউল ইসলাম (লেবার পার্টি), সালেহ আহমেদ (স্বতন্ত্র, মোটরসাইকেল)

রাজশাহী-৩: শফিকুল হক মিলন (বিএনপি, ধানের শীষ), আবুল কালাম আজাদ (জামায়াত, দাঁড়িপাল্লা), আফজাল হোসেন (জাতীয় পার্টি,নাঙ্গল), ফজলুর রহমান (ইসলামী আন্দোলন, হাতপাখা), সাঈদ পারভেজ (আমজনতা দল, প্রজাপতি)

রাজশাহী-৪: ডি.এম.ডি জিয়াউর রহমান (বিএনপি, ধানের শীষ), আব্দুল বারী সরদার (জামায়াত, দাঁড়িপাল্লা), ফজলুল হক (জাতীয় পার্টি, নাঙ্গল), তাজুল ইসলাম খান (ইসলামী আন্দোলন, হাতপাখা)

রাজশাহী-৫: অধ্যাপক নজরুল ইসলাম (বিএনপি ধানের শীষ), মনজুর রহমান (জামায়াত, দাঁড়িপাল্লা), রুহুল আমিন (ইসলামী আন্দোলন, হাতপাখা), আলতাফ হোসেন মোল্লা (বিএসপি), ইসফা খায়রুল হক (স্বতন্ত্র, ঘোড়া), রেজাউল করিম (স্বতন্ত্র, ফুটবল)

রাজশাহী-৬: আবু সাঈদ চাঁদ (বিএনপি, ধানের শীষ), নাজমুল হক (জামায়াত, দাঁড়িপাল্লা), ইকবাল হোসেন (জাতীয় পার্টি, নাঙ্গল), আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন, হাতপাখা)।

এবার রাজশাহীতে ৬টি আসনের ২৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ২৬ জন দলীয় এবং ৩ জন স্বতন্ত্র। জাতীয় পার্টির তিনজন প্রার্থী রাজশাহী-৩, ৪ ও ৬ আসনে নাঙ্গল প্রতীক পেয়েছেন। সকাল থেকে তারা নির্বাচনের আচরণ বিধি মেনে প্রচারণা শুরু করতে পারবেন।

এদিকে, জাতীয় পার্টিকে প্রতীক না দেয়ার প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেন, ‘জাতীয় পার্টিকে প্রতীক দেওয়া হলে রাজশাহীতে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।’ তবে অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রার্থীদেরও প্রতীক বরাদ্দ দেন রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার।

আফিয়া আখতার বলেন, ‘আমরা আইন অনুযায়ী কাজ করব। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর এখন জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক বরাদ্দ না করার সুযোগ নেই। আইনের বাইরে আসলে আমরা একটি কাজও করতে পারছি না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ