সিলেটের ডিসি ও এডিসিকে কারণ দর্শানোর নোটিশ
সিলেটের ডিসি ও এডিসির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আদালত। সম্প্রতি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সিনিয়র শিক্ষক আবেদা হকের করা মামলার প্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, স্কুলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেটের উপ-কমিশনার (ডিসি) সারওয়ার আলম এবং অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নূরের জামান চৌধুরীর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে।
আবেদা হকের আইনজীবী এচ.এচ. ইর্শাদুল হক জানান, গত বৃহস্পতিবার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ আদালত এই নির্দেশ দেন এবং সোমবার আনুষ্ঠানিকভাবে ডিসি ও এডিসির কাছে তা পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, আবেদা হক, যিনি ওই স্কুলের একজন সিনিয়র শিক্ষক, গত ৯ সেপ্টেম্বর ডিসির ‘অননুমোদিত ও অবৈধ স্থগিতাদেশ’ চ্যালেঞ্জ করে সিলেট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আবেদনে তিনি বলেন, প্রশাসনিক প্রভাব খাটিয়ে দুই শিক্ষককে ‘অবৈধভাবে’ বরখাস্ত করা হয়েছে। তিনি ওই আদেশ বাতিলের পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞাও চেয়েছেন।
মামলার পরিপ্রেক্ষিতে আদালত উভয় কর্মকর্তাকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট ডিসি খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুই সিনিয়র শিক্ষক, আবেদা হক ও মো. রোকন উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন। এর পরেই আবেদা হক আদালতে মামলা দায়ের করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে