Views Bangladesh Logo

প্রথমবারের মতো এনসিএলের চ্যাম্পিয়ন সিলেট

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে স্বাগতিকরা জয় পেয়েছে ৫ উইকেটে। আর এতেই প্রথমবারের মতো দেশসেরা হওয়ার স্বাদ পায় বিভাগটি।

আগের দিন বরিশালকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪২ রানে অলআউট করে সিলেট। এর ফলে ম্যাচ জিততে তাদের লক্ষ্য দাঁড়ায় ১০৫ রান। গতকাল সিলেট ব্যাটিংয়ে নামতে পারেনি। আজ (মঙ্গলবার) তারা দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে এবং এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যায়।

সিলেটকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় রাখতে পারত রংপুর। তবে ঢাকা মহানগরের বিপক্ষে রংপুরের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় মূলত নিশ্চিত হয়ে গেছে সিলেটের শিরোপা। ঢাকাকে যদি রংপুর হারাতে পারত তাহলে আরও একটি ম্যাচ অপেক্ষা করতে হতো সিলেটকে। কিন্তু ওই ম্যাচে রংপুরের জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। ১৭৪ রানে এগিয়ে থেকে ঢাকা মহানগর মাত্রই শুরু করেছে দ্বিতীয় ইনিংস। যার অর্থ ম্যাচটি ড্র-ই হচ্ছে, আর তাতে সিলেটই চ্যাম্পিয়ন।

জাতীয় ক্রিকেট লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ও খুলনা। রাজশাহী শিরোপা পেয়েছে ছয়বার। রংপুর জিতেছে দু'বার। একবার করে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম, বিমান ও সিলেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ