ভিএসএফ গ্লোবালের সাথে চুক্তি নবায়ন করল সুইডেন
ভিএসএফ গ্লোবালের সাথে ভিসা সেবা চুক্তি নবায়ন করেছে সুইডেন। এই চুক্তির আওতায় ভিএসএফ গ্লোবাল বাংলাদেশসহ ৩৭টি দেশে থেকে সুইডেনের ভিসা আবেদন সংক্রান্ত সেবা দেবে। সুইডেনের বিচার মন্ত্রণালয় বিশ্বের ৩৭টি দেশ থেকে সুইডেনের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ সেবা দেয়ার জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভিএসএফ গ্লোবালকে নির্বাচিত করেছে। নতুন এই চুক্তির আওতায় ভিএফএস গ্লোবাল সুইডেন সরকারের পক্ষে বিশ্বব্যাপী ৮টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করবে; এগুলো হলো — দক্ষিণ এশিয়া, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, আফ্রিকা, ইউরোপ এবং রাশিয়া।
বাংলাদেশের ঢাকাস্থ ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন কেন্দ্রে প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুইডেনের ভিসার আবেদন পত্র গ্রহণ করা হয়।
ভিএফএস গ্লোবাল ২০১৪ সাল থেকে সুইডেন সরকারের সাথে কাজ করেছে এবং নতুন চুক্তির অধীনে নিম্নলিখিত ৩৭টি দেশে বায়োমেট্রিক সেবাসহ স্বল্পমেয়াদী শেনজেন ‘সি’ ভিসা সেবা প্রদান করবে: বাংলাদেশ, বলিভিয়া, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কসোভো, লেবানন, মঙ্গোলিয়া, মরক্কো, মায়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, প্যালেস্টাইন, ফিলিপাইন, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।
ভিএফএস গ্লোবাল ২০১৯ সাল থেকে এ পর্যন্ত সুইডেন সরকারের পক্ষে প্রায় ৫০০,০০০ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। সুইডেনের বিচার মন্ত্রণালয় এবং সুইডিশ মাইগ্রেশন এজেন্সি বলেছে: “আমরা আশা করছি আগামী দিনগুলোতে ভিএফএস গ্লোবাল বরাবরের মতো পেশাদারিত্বের সাথে আমাদেরকে ভিসা আবেদন প্রক্রিয়াকরণে সহযোগিতা করা অব্যাহত রাখবে। আমরা এখন বেশ কিছু ক্ষেত্রের উন্নয়নে যৌথভাবে কাজ করছি, যার মধ্যে মানসম্পন্ন প্রচারণা জোরদার করা, আঞ্চলিকীকরণ ও প্রযুক্তিগত উন্নয়ন রয়েছে। আমরা ভিএফএস গ্লোবাল-এর সাথে ফলপ্রসূ কাজের সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এই প্রক্রিয়াকে আরো উন্নত করার ব্যাপারে সচেষ্ট রয়েছি।”
ভিএফএস গ্লোবাল-এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ক্রিস ডিক্স বলেছেন: “ভিএফএস গ্লোবাল একক সেবাদানকারী সংস্থা হিসেবে সুইডেন সরকারকে সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে পেরে খুবই খুশি। আমরা প্রায় এক দশক ধরে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি এবং সুইডেনের বিচার মন্ত্রণালয়ের সাথে শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করতে পেরে আনন্দিত এবং আমাদের বর্তমানে চলমান সেবাকেন্দ্রগুলোর সেবা কার্যক্রম নবায়নের এই সুযোগকে স্বাগত জানাচ্ছি৷ আমরা আশা করছি বিশ্বের ৮টি অঞ্চল থেকে সুইডিশ ভিসা আবেদনকারীদের আমরা সর্বোত্তম ভিসা সংক্রান্ত সকল ধরনের সেবা নিশ্চিত করতে পারব।“
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে