Views Bangladesh Logo

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসেদ হিরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার রশিদাবাদ গ্রামে নিজ বাড়ির পাশে একটি কাচারি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামসেদ ওই এলাকার মো. শুক্কুর মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া থানায় একটি মামলার কারণে শামসেদ নিজের বাড়িতে না থেকে পাশের একটি কাচারি ঘরে বসবাস করছিলেন। শুক্রবার সকালে তার স্ত্রী ঘুম থেকে ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ