Views Bangladesh Logo

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায়, বসুন্ধরা মার্কেটের পেছনে এই হামলার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হন। তাদের মধ্যে আজিজুর রহমান মুছাব্বির ঘটনাস্থলেই মারা যান। অপর আহত আনোয়ার হোসেনকে চিকিৎসার জন্য বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ