Views Bangladesh Logo

স্বাচিপ নেতা ডা. আরিফুল ইসলাম জোয়ারদার গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শীর্ষ নেতা ডা. আরিফুল ইসলাম জোয়ারদার কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

ওসি জানান, কর্মস্থলে চিকিৎসকদের ঘেরাওয়ের পর পুলিশ গিয়ে ডা. আরিফুলকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় বিএমইউ এলাকায় গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে স্বাচিপ-সমর্থিত শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে সাবেক বিএসএমএমইউ (বর্তমান বিএমইউ) প্রশাসন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্ররা কর্মসূচি পালন করার সময় বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও এক নম্বর গেটে অবস্থানরত স্বাচিপ-সমর্থিত শিক্ষক-চিকিৎসক ও কর্মচারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আন্দোলনকারীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, প্রশাসনিক ভবন ও ছাদ থেকে ২৫–৩০ জন চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী মিলে বৃষ্টির মতো ইট-পাটকেল ছোড়েন, যাতে বহু আন্দোলনকারী আহত হন। ধারালো অস্ত্র দিয়েও হামলার চেষ্টা করা হয়। একই সময়ে ক্যাম্পাসে থাকা হাসপাতাল ও সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ