Views Bangladesh Logo

নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: শ্রম উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত দুই দিনব্যাপী ‘হরাইজোন ফেস্ট: সেলিব্রেটিং উইমেন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, “নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিদেশগামী নারী শ্রমিকদের সঠিক প্রশিক্ষণ দিয়ে পাঠানো অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে নারীরা শুধু শ্রমশক্তি নয়, নেতৃত্বের শক্তিও। নেতৃত্বের পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করলেই প্রকৃত অর্থে উন্নয়ন টেকসই হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, “নারীরা আজ কেবল উন্নয়নের অংশ নয়; তারা উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নেতৃত্বের প্রতিটি ক্ষেত্রে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।”

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, “নারীর ক্ষমতায়ন কোনো পাশ্চাত্য ধারণা নয়, এটি একটি সার্বজনীন প্রয়োজন। কোনো সমাজ বা দেশ তার অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনোই টেকসই হতে পারে না। নারীরা যখন সমান শিক্ষা, দক্ষতা ও সুযোগ পায়, তখন গোটা সমাজই এগিয়ে যায়।”

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও জিআইজেড বাংলাদেশের এডভান্স প্রকল্পের সহায়তায় আয়োজিত এই উৎসবে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সাফল্যের গল্প তুলে ধরা হচ্ছে। পাশাপাশি লিঙ্গসমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

দুই দিনব্যাপী উৎসবটি চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এতে ইন্টারঅ্যাকটিভ সেশন, প্রদর্শনী ও আলোচনা পর্বের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনশীল শ্রমবাজারে নারীর নেতৃত্ব বিকাশ ও দক্ষতাভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তুলে ধরা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ