শাকসু ভোটের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ভিসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবারে অনুষ্ঠানের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও প্রার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। এতে প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত বিক্ষুব্ধদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল সমর্থিত প্যানেলের অন্তর্ভুক্ত স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ প্যানেল এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের দেখা গেছে।
বিক্ষোভকারীরা জানান, শাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে যে রিটের শুনানি রয়েছে, সেটি অবশ্যই ভোটের পক্ষে আসতে হবে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবারই ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে হবে। এই দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
একই দাবিতে শিক্ষার্থীদের আরেকটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করতে বাধ্য হয়।
এর আগে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক ভবনের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন জানান, তারা শাকসু নির্বাচনে দায়িত্ব পালন করছেন না।
অন্যদিকে, একই স্থানে দুপুর সাড়ে ১২টার দিকে পৃথক সংবাদ সম্মেলনে জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচারস লিংক (ইউটিএল)-এর বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তারা মঙ্গলবার শাকসু ভোট চান এবং ওই নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে