পালানোর সময় বরখাস্ত হওয়া সেই বন কর্মকর্তা আটক
সরকারি মালামাল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বরিশালের নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, পাটোয়ারী তার সরকারি কোয়ার্টার থেকে একটি ট্রাকে করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তার গতিবিধি সন্দেহজনক মনে করে ট্রাকটি আটক করে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ ট্রাক ও এর ভেতরে থাকা সরকারি মালামাল জব্দ করে।
বরিশাল সদরের ফরেস্টার আবু সুফিয়ান সাকিব বলেন, দায়িত্বে থাকাবস্থায় বিভাগীয় বন কর্মকর্তা পাটোয়ারী বিভিন্ন সময় ধার বাবদ আমার কাছ থেকে ছয় লাখ ৯৬ হাজার টাকা নিয়েছে। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও সে বিভিন্ন সময় টাকা নিয়ে আর পরিশোধ করেনি।
তিনি আরও জানান, ট্রাকটিতে কিছু সরকারি সম্পত্তিও পাওয়া গেছে।
তবে পালানোর অভিযোগটি অস্বীকার করেন বন কর্মকর্তা পাটোয়ারী এবং এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি তিনি।
এ ব্যাপারে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, বন কর্মকর্তা এখন তাদের হেফাজতে আছেন।
তিনি বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
সম্প্রতি ১৭টি বিয়ে করার অভিযোগের কারণে আলোচনায় আসেন পাটোয়ারী। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে।
এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, যার মধ্যে রয়েছে প্রতারণা, যৌতুক দাবি এবং পারিবারিক সহিংসতা।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ এবং বাগেরহাটের মতো বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালীন তিনি দুইবার বরখাস্ত হয়েছিলেন, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুনরায় চাকরিতে যোগ দেন বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে পাটোয়ারীর বিরুদ্ধে একটি নতুন মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে