Views Bangladesh Logo

আসন্ন জাতীয় নির্বাচনে ৩৮.৭৬% ভোটে জয়ী হবে বিএনপি: জরিপ

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্প্রতি নির্বাচন নিয়ে দেশব্যাপী এক জরিপ চালিয়েছে দক্ষিণ এশীয় নেটওয়ার্ক অন ইকনমিক মডেলিং (সানেম)। এই বেসরকারি গবেষণা সংস্থাটির জরিপে দেখা গেছে, তরুণ ভোটাররা বিশ্বাস করেন যে, আগামী ১৩তম জাতীয় নির্বাচনে ৩৮.৭৬% ভোট পেয়ে জয়লাভ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৭ জুলাই) প্রকাশিত এই জরিপ তরুণ ভোটারদের মধ্যে রাজনৈতিক প্রবণতার পরিবর্তনকে তুলে ধরেছে।

জরিপ অনুযায়ী, জামায়াতে ইসলামী পাবে ২১.৪৫ শতাংশ ভোট এবং গত বছরের আন্দোলনের পর গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) পাবে ১৫.৮৪ শতাংশ ভোট।

এদিকে জরিপে অংশগ্রহণকারীদের মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হলে তারা এখনো ১৫.০২ শতাংশ ভোট পেতে পারে।

সানেমের জরিপ অনুযায়ী, অন্যান্য ইসলামপন্থি দলগুলো যৌথভাবে পেতে পারে ৪.৫৯ শতাংশ ভোট এবং জাতীয় পার্টি পেতে পারে ৩.৭৭ শতাংশ। এছাড়া ছোট রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে পেতে পারে মাত্র ০.৫৭ শতাংশ ভোট।

জরিপটি “যৌবনের সন্ধিক্ষণ: জুলাই আন্দোলনের পর চাকরি, শিক্ষা ও রাজনৈতিক পরিবর্তনের বাস্তবতা” শীর্ষক শিরোনামে প্রকাশিত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ