চলে গেলেন 'সূর্যকন্যাখ্যাত' জয়শ্রী কবির
সোনালি যুগের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির আর নেই। গত ১২ জানুয়ারি লন্ডনের রমফোর্ড নার্সিং হোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাগিনা জাভেদ মাহমুদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন ছিলেন জয়শ্রী কবির।
১৯৬৯ সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘প্রতিদ্বন্দ্বী’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে তিনি ৩০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘সূর্যকন্যা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। প্রখ্যাত নির্মাতা আলমগীর কবীর পরিচালিত এই ছবিটি গত বছর মুক্তির ৫০ বছর পূর্তি উদ্যাপন করে।
কলকাতায় জন্ম নেওয়া জয়শ্রী রায় অভিনয়ের সূত্রে ঢাকায় এসে আলমগীর কবীরকে বিয়ে করেন এবং তখন থেকেই পরিচিত হন জয়শ্রী কবির নামে। পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতায় ফিরে যান। ১৯৮৯ সালে আলমগীর কবীরের মৃত্যুর পর পুত্রকে নিয়ে লন্ডনে পাড়ি জমান এবং সেখানে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘নালিশ’, ‘সব্যসাচী’ ও ‘শহর থেকে দূরে’। এছাড়া ১৯৭৬ সালের ‘অসাধারণ’ ছবিতে কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার–এর বিপরীতে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
জয়শ্রী কবির ১৯৬৮ সালে মিস কলকাতা খেতাব অর্জন করেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য ১৯৭৫ সালে ‘সূর্যকন্যা’ চলচ্চিত্রে তিনি বাচসাস পুরস্কার লাভ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে