Views Bangladesh Logo

সুরসুধা সঙ্গীতায়নের বার্ষিক সাংস্কৃতিক উৎসব

 VB  Desk

ভিবি ডেস্ক

দৃষ্টি প্রতিবন্ধী সংগীত শিল্পীদের সাংস্কৃতিক সংগঠন সুরসুধা সঙ্গীতায়নের বার্ষিক সাংস্কৃতিক উৎসবে গান, গল্প, নৃত্য ও কবিতা আবৃত্তিতে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন প্রতিবন্ধী ও সাধারণ শিল্পীরা। রাজধানীর রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনের এই আয়োজনে সহায়তা করে চাইল্ড হেলথ এওয়ারনেস ফাউন্ডেশন (সিএইচএএফ)।

শুক্রবারের (৪ জুলাই) সাংস্কৃতিক উৎসবে সভাপতিত্ব করেন সুরসুধা সঙ্গীতায়নের সভাপতি শামিম আরা খান চৌধুরী মিতা। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে শুরু হওয়া উৎসবে অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান মনসুর আহমেদ চৌধুরী ও কবি শামিমা দিশা। সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ দোলনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. বিজয় কৃষ্ণ দাস, সাবেক সভাপতি আলী আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন, কোষাধ্যক্ষ মীর আজিজুল হক আপন ও সদস্য আলম দেওয়ান।

‘বাউলা কে বানাইল রে’- হাসন রাজার বিখ্যাত এই জনপ্রিয় গানটির দলীয় পরিবেশনায় শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে মো. মিলন হোসেন নজরুল সঙ্গীত ‘সাধ জাগে মনে পর জীবনে’, শাহাবুদ্দীন আহমদ দোলন আধুনিক গান ‘কতোদিন দেখিনি তোমায়’, মীর আজিজুল হক আপন লোকসঙ্গীত ‘সোনার অঙ্গ পোড়া অঙ্গার’, ইসমে আজম আধুনিক গান ‘আষাঢ় মাসের বৃষ্টি রে’, কুশল রায় রবীন্দ্র সঙ্গীত এবং শিশুশিল্পী সাফওয়ান সাজিদ ছড়াগান পরিবেশন করেন। বংশিবাদনে অংশ নেন ফজলুল হক। ‘ময়না ছলাৎ ছলাৎ চলে রে’ গানের তালে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী ওয়াসি মুনতাহা। স্বাতি দাসগুপ্তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’, সাজ্জাদ হোসেন বাধন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ এবং কবি শামিমা দিশা স্বরচিত কবিতা আবৃত্তি করেন।


সবশেষে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী বাবুল মল্লিক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ