সুপ্রিম কোর্টে ২৩২ নতুন বিচারিক পদ সৃষ্টির অনুমোদন
বাংলাদেশের বিচার ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে দেশের বিভিন্ন আদালতে ২৩২টি নতুন বিচারিক পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ফরমেশন রুলস, ২০২৫ অনুযায়ী বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিচারবিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদস্যদের নিয়ে গঠিত কমিটি সিদ্ধান্ত নেয়, দেশের ৬৪ জেলায় শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালের জন্য জেলা ও দায়রা জজ সমমানের ৬৪টি পদ এবং মহানগর এলাকায় আরও ৮টি পদসহ মোট ৭২টি পদ সৃষ্টি করা হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদ দিয়ে অন্যান্য জেলায় পারিবারিক আপিল আদালতের জন্য ৬১টি পদ সৃষ্টি করা হবে। ঢাকায় মামলার চাপ বেশি হওয়ায় অতিরিক্ত ৪টি পদ সৃষ্টি করা হবে। মোট ৬৫টি পদ হবে।
এছাড়াও বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ভূমি জরিপ আপিল ট্রাইব্যুনালের জন্য জেলা জজ সমমানের ৫৪টি পদ সৃষ্টি করা হবে। এছাড়া পূর্বে সৃষ্ট ১৩টি পদ বাদ দিয়ে ভূমি জরিপ ট্রাইব্যুনালের জন্য আরও ৪১টি নতুন পদ অনুমোদন করা হয়েছে। সর্বমোট ২৩২টি নতুন বিচারিক পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।
আইন ও বিচার মন্ত্রণালয় সহায়ক কর্মী নিয়োগ, অফিস সরঞ্জাম সংগ্রহসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সমন্বয় করবে এবং এ বিষয়ে প্রস্তাব পাঠানো হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগে।
প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে