না ফেরার দেশে ‘সুপারম্যান’ তারকা টেরেন্স স্ট্যাম্প
বিশ্বখ্যাত ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
টেরেন্স স্ট্যাম্প ১৯৭৮ সালের ‘সুপারম্যান’ সিনেমা এবং ১৯৮০ সালের ‘সুপারম্যান টু’–তে ভিলেন জেনারেল জডের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। তার শক্তিশালী অভিনয় তাকে হলিউডের অন্যতম স্মরণীয় খলনায়কে পরিণত করে।
পরিবার জানায়, অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স যে অসাধারণ কাজ রেখে গেছেন, তা মানুষকে অনুপ্রাণিত করবে এবং স্পর্শ করবে আরও বহু বছর ধরে। তারা এই সময়ে সবার কাছে কিছুটা ব্যক্তিগত গোপনীয়তা কামনা করেছেন।
দীর্ঘ ক্যারিয়ারে স্ট্যাম্প বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে Billy Budd (১৯৬২), Wall Street (১৯৮৭), The Adventures of Priscilla, Queen of the Desert (১৯৯৪) এবং The Haunted Mansion (২০০৩)।
তার মৃত্যুতে ভক্ত ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। তবে এখনো পর্যন্ত অভিনেতার কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে