Views Bangladesh Logo

৩ মাস বন্ধের পর খুলে দেয়া হলো সুন্দরবন

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সোমবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও পর্যটক এবং বনজীবীদের জন্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন খুলে দেয়া হয়েছে। বন্যপ্রাণী ও জলজ প্রাণীর প্রজনন নির্বিঘ্ন করতে প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকে।

বন বিভাগের এই বার্ষিক নিষেধাজ্ঞার কারণে বনের জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি প্রাণীরা নির্বিঘ্নে প্রজননের সুযোগ পায়। এই তিন মাস মানবসৃষ্ট কর্মকাণ্ড সীমিত রেখে পরিবেশকে বিশ্রাম দেয়া হয়।

সুন্দরবন পুনরায় খুলে দেয়ায় বননির্ভর হাজারো মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। জেলে, বাওয়ালি, মৌয়াল, ট্যুর গাইড এবং পর্যটন ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা আবারও কর্মতৎপর হয়ে উঠেছেন।

স্থানীয় রিসোর্ট মালিকদের মতে, দেশি-বিদেশি পর্যটকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। বন বিভাগের নির্ধারিত ফি পরিশোধ করে তারা বনে প্রবেশ করছেন।

বন কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৯ সালে প্রথম এই মৌসুমি নিষেধাজ্ঞা দুই মাসের জন্য চালু করা হয়েছিল, যা ২০২২ সালে বাড়িয়ে তিন মাস করা হয়। তখন থেকে জুন থেকে আগস্ট পর্যন্ত এই সময়কালকে একটি নিয়মিত সংরক্ষণ অনুশীলন হিসেবে অনুসরণ করা হচ্ছে।

অবৈধ প্রবেশ ঠেকাতে এবার সব নিবন্ধিত নৌকা ও ট্রলারে বিশেষ রঙের সংকেত ব্যবহার করা হচ্ছে। বন কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে, অনুমোদনহীন সংকেতযুক্ত কোনো নৌযান যদি বনের ভেতরে প্রবেশ করে তাহলে বন আইনের অধীনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধারণা করা হচ্ছে, সুন্দরবনের এই পুনরায় উন্মুক্তকরণ স্থানীয় অর্থনীতি এবং পর্যটন খাতে তাৎক্ষণিক গতি সঞ্চার করবে। একই সাথে ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে গুরুত্বপূর্ণ সংরক্ষণ কার্যক্রমও অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ