Views Bangladesh Logo

বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, পরিবহন ধর্মঘট

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে তিন দফা দাবি নিয়ে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শ্রমিকরা শিক্ষার্থীদের স্থানচ্যুত করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে পাল্টা পরিবহন ধর্মঘট ঘোষণা করেছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এ এলাকার বাস টার্মিনালকে আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে নিয়েছিলেন এবং গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে আসছিলেন। এ কারণে বরিশালসহ বিভাগের সঙ্গে ৬ জেলার দূরপাল্লা রুটের যানবহন বন্ধ হয়ে যায়। রাজধানীসহ সারাদেশে যাতায়াতের জন্যও ৬ জেলার পরিবহনকে এই কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অতিক্রম করতে হয়।

জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) সভাকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর সভা করেন। বিকাল ৩টা পর্যন্ত সভা চললেও কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। মহাপরিচালক আন্দোলন নিবৃত্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে নথুল্লাবাদে পরিবহন শ্রমিক ও আন্দোলনকারীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদৎ হোসেন লিটন গণমাধ্যমে বলেন, “আন্দোলনকারী ছাত্ররা আগেও শ্রমিকদের গালি দিয়ে ঝামেলার সৃষ্টি করেছিল। পরে সমঝোতার মাধ্যমে বিষয় মিটিয়ে দুঃখ প্রকাশ করেছিল। বুধবার মাহিম নামের একজন চালককে বেদম মেরেছে। এ প্রতিবাদে শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। পুনরায় গাড়ি চলাচল শুরু করা নিয়ে আলোচনা চলছে।”

আন্দোলনকারীদের সংগঠক মহিউদ্দিন রণি বলেন, “আন্দোলন সাবোটাজ করার জন্য কেউ হয়তো পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালিয়ে ঘটনার সূত্রপাত করেছে। বৃহস্পতিবার তারা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা বাদ দিয়ে নগরের আমতলা মোড়ে মহাসড়ক অবরোধ করবেন।”

বিমানবন্দর থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, পরিবহন শ্রমিকদের সঙ্গে মারামারির পর শিক্ষার্থীরা বাস টার্মিনাল এলাকা ছেড়ে যায়। এরপর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ