Views Bangladesh Logo

ঢাবি ছাত্রদলের কমিটি আজ রাতের মধ্যে স্থগিত না হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামবে: উমামা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নতুন জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক কমিটি ঘোষণার নিন্দা জানিয়েছেন। তিনি একে জুলাই গণআন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উমামা ফাতেমা ২০২৪ সালের ১৭ জুলাইয়ের ঘটনা স্মরণ করেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছিল।

তিনি আরও বলেন, গত বছরের ১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগের পর শিক্ষার্থীরা সাহস পেয়েছিল ছাত্রলীগের প্রভাব থেকে ক্যাম্পাস মুক্ত করার। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই আবারও গোপন রাজনীতি ও প্রকাশ্যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা তিনি জুলাই গণআন্দোলনের চেতনার প্রকাশ্য বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করেন।

উমামা ফাতেমা কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, আজ রাতের মধ্যে নবগঠিত কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা বাধ্য হবে কঠোর পদক্ষেপ নিতে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ