Views Bangladesh Logo

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

 VB  Desk

ভিবি ডেস্ক

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সাত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হয়। পুলিশ তাদের এগোতে বাধা দিলে সচিবালয়ের দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়।

অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া ঠেকাতে আশপাশের সড়কেও ব্যারিকেড দেয় পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজকে নিয়ে নতুন একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হলেও এখনো কোনো অধ্যাদেশ জারি হয়নি। তারা আজই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাক্ট ২০২৫-এর অধ্যাদেশ প্রকাশের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, সরকার বলেছিল সাত কলেজকে নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হবে, কিন্তু এখনো আইন হয়নি। আমরা আজই অধ্যাদেশ চাই। দেরি হলে কঠোর আন্দোলনে যাব।

গত ২৬ মার্চ সরকার ঢাকা মহানগরের সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। ইউজিসি নতুন প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এসব সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্তি বাতিল ও পৃথক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ