কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা বোর্ডে তালা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের হতাহতের প্রতিবাদ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিসহ ছয়টি দাবিতে কুমিল্লায় বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। কুমিল্লা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেট দেড় ঘণ্টা তালাবদ্ধ করেও রাখেন তারা।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে গিয়ে অবস্থান নেন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন তারা।
বিক্ষোভে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’- এসব স্লোগানে মুখর হয়ে ওঠে বোর্ড এলাকা।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও শিক্ষা সচিবের অপসারণ ছাড়াও শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে, মাইলস্টোন কলেজ দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় ও আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া। বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক বিমান চালুরও দাবি জানান তারা।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও সচিবের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। রাত তিনটায় পরীক্ষা স্থগিতের যে নোটিশ জারি হয়েছে, তা দায়িত্বহীনতা ছাড়া আর কিছু নয়’।
আন্দোলন চলাকালে সকাল থেকে শিক্ষা বোর্ডে সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীরা বাইরে অপেক্ষায় থাকতে বাধ্য হন। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর একটার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দিলে কার্যক্রম স্বাভাবিক হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা মৌখিকভাবে দাবিগুলো জানিয়েছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে