প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নোয়াখালী হাইস্কুলের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।
এদিন সকাল ১১টার দিকে সদর উপজেলার সুধারাম থানা এলাকার মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুরো শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। আধা ঘণ্টা পর, অর্থাৎ সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
গত কয়েক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মত শিক্ষার্থীরা বিক্ষোভ ক। এর আগে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরাও একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছিলেন।
বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন অভিভাবক—আমজাদ হোসেন, সৌরভ হোসেন ও নিজাম উদ্দিন এবং শিক্ষার্থী ইয়াসিন আরাফাত নাহিয়ান, মাইনুল হোসাইনাইন ও সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করেন, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ নানা অনিয়মের সঙ্গে জড়িত। এর মধ্যে রয়েছে—অবৈধভাবে ভর্তি ফি আদায়, নারী শিক্ষকদের হয়রানি, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ, রসিদ না দিয়েই বিভিন্ন অনুদান সংগ্রহ।
অভিযোগে আরও বলা হয়, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকেও তিন থেকে ছয় মাসের টিউশন ফি আদায় করা হয়েছে, যা বিদ্যালয়ের নিয়মবিরুদ্ধ। এ ছাড়া জাল বিল-ভাউচার তৈরি করে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগও আনা হয়, যেখানে অফিস সহকারী ইখতিয়ারের সম্পৃক্ততার কথাও বলা হয়েছে।
অভিযোগকারীরা আরও দাবি করেন, শিক্ষা অফিসে জমা দেয়া গোপন অভিযোগপত্রগুলো প্রভাব খাটিয়ে নিজের কাছে নিয়ে আসেন প্রধান শিক্ষক, এরপর অভিযোগকারীদের ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে দমন করার চেষ্টা করেন।
একজন বিক্ষোভকারী বলেন, ‘বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ জানাতে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে এবং তদন্ত করা হবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে