Views Bangladesh Logo

স্বাধীন কাউন্সিলের দাবি: আন্দোলনের তৃতীয় দিনে ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষার্থীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাধীন ইউনানি ও আয়ুর্বেদিক কাউন্সিল গঠনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা স্বাস্থ্য ভবন ঘিরে জড়ো হতে শুরু করেন এবং ‘সেবা ভবন’-এর প্রবেশপথ বন্ধ করে দেন।

আন্দোলনকারীদের হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড— ‘এক দাবি, এক লক্ষ্য—স্বাধীন কাউন্সিল চাই’, ‘অবৈধ পত্র বাতিল করো’, ‘ইউনানি-আয়ুর্বেদিক ডাক্তার মানে গর্ব, সিন্ডিকেট মানে লজ্জা’ ইত্যাদি। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এবং যত দিন লাগুক, এই আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা তিন দিন আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং সরকারের উদাসীনতায় তারা হতাশ। নতুন বর্ষের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয়ায় বিক্ষোভ দিন দিন আরও বিস্তৃত হচ্ছে।

এই আন্দোলনের সূত্রপাত ঘটে ৩০ জুন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মেডিকেল এডুকেশন-২ শাখা থেকে জারিকৃত একটি আদেশকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের দাবি, ওই আদেশে ইউনানি ও আয়ুর্বেদিক শিক্ষা এবং পেশার ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা এটিকে একপক্ষীয়, পক্ষপাতদুষ্ট ও নীতিবিরোধী বলে আখ্যা দিয়েছেন, যেটি তাদের রেজিস্ট্রেশন, চাকরি ও উচ্চশিক্ষার সুযোগ হুমকির মুখে ফেলতে পারে।

৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। এরপর ৮ জুলাই ভবনের প্রধান ফটক অবরোধ করা হয়। তৃতীয় দিন এসে শিক্ষার্থীদের অবস্থান ও স্লোগানে বিক্ষোভ আরও জোরালো রূপ নেয়।

বিকেল পর্যন্ত বিক্ষোভ চলমান থাকলেও আন্দোলনকারীদের দাবির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বিবৃতি দেয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ