Views Bangladesh Logo

জুলাই অভ্যুত্থান নিয়ে ‘কটূক্তি’, মাদ্রাসাছাত্রকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ঙ্গীতে জুলাই অভ্যুত্থান নিয়ে ফেসবুকে সমালোচনামূলক মন্তব্য করার অভিযোগে এক মাদ্রাসাছাত্রকে মারধর করে চুল কেটে দেয়ার পর পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখার ক্যাম্পাসে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, অভিযুক্ত ছাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় উত্তেজিত হয়ে মাদ্রাসার কয়েকজন ছাত্র ও স্থানীয়রা তাকে আটক করে মারধর করে এবং জোর করে তার মাথার চুল কেটে দেয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

মাদ্রাসা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, 'বিষয়টি নিয়ে ছাত্র ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।'

মাদ্রাসার অধ্যক্ষ হিফাজুর রহমান বলেন, 'ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বিষয়টি পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।'

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে শিক্ষার্থীকে স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ