Views Bangladesh Logo

বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন শুধু রোগী, তাদের নিকট আত্মীয় ও অনুমোদিত কর্মীরাই সেখানে প্রবেশ করতে পারছেন।

সাংবাদিকরাও সেনাবাহিনীর পূর্ব অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছেন না।

মঙ্গলবার সকাল থেকেই ইনস্টিটিউটের প্রধান ফটকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। সেখানে আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ভিড় সামাল দিতে ও হাসপাতালে শৃঙ্খলা বজায় রাখতে প্রবেশে কড়াকড়ি করা হচ্ছে।

সকল কর্মীকে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। রোগীর স্বজনদেরও রোগীর নাম, সম্পর্ক ও ওয়ার্ড নম্বর জানিয়ে পরিচয় যাচাইয়ের পরেই প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।

ডিউটিতে থাকা এক আনসার সদস্য জানান, অতিরিক্ত ভিড় এড়ানো ও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো বিষয়টি সেনাবাহিনী নজরদারিতে রেখেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ