তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
গত ১৬ মাসে ২ হাজারের মতো আন্দোলন হয়েছে, যার সবকটিই শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
তিনি বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, নির্বাচনকে ঘিরে নতুন কোনো আইনের দিকে যাবে না সরকার।’ এই উপদেষ্টা পরিষদের আওতায় নির্বাচন হবে বলে জানান প্রেস সচিব।
প্রেস সচিব জানান, রমজানকে সামনে রেখে খেজুরের ওপর ১৫ শতাংশ ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে মেট্রোরেলের ক্ষেত্রে আরোপিত ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে।
এদিন কেবিনেট সভায় বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধনী অধ্যাদেশসহ মোট তিনটি আইন অনুমোদন দেয়া হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া, জানান অনলাইন ও এআই-ভিত্তিক জালিয়াতি নিয়ন্ত্রণে নতুন আইন করার কথাও ভাবছে সরকার।
এসময় মাইলস্টোন ট্রাজেডিতে যারা মারা গেছে তাদের মধ্যে ৩৬ জন কে ২০ লাখ টাকা ও আহতদের ৫ লাখ টাকা দেবার সিদ্ধান্ত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে