Views Bangladesh Logo

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সেবার উদ্বোধন ঘোষণা করা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ আহমাদ তাইয়েব জানান, স্টারলিংক দেশের দুর্গম পাহাড়ি অঞ্চল, নদী-দ্বীপ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে, যেখানে ফাইবার অপটিক কানেকশন পৌঁছেনি, সেখানে উচ্চগতির ইন্টারনেট সেবা দেবে।

সংবাদ সম্মেলনে স্টারলিংকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন লরেন ড্রেয়ার (ভাইস প্রেসিডেন্ট, বিজনেস অপারেশনস) এবং রিচার্ড গ্রিফিথস (ডিরেক্টর, ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্স)।

এই উদ্যোগটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রায় তিন মাসের পরীক্ষামূলক সেবা চালুর পর স্টারলিংক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) থেকে ১০ বছরের স্যাটেলাইট অপারেটর লাইসেন্স এবং রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স পায়, এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।

গ্রাহকদের সেবা গ্রহণ করতে হলে প্রথমে ৪২,০০০ টাকা মূল্যের সেটআপ কিট কিনতে হবে, যার মধ্যে একটি স্যাটেলাইট ডিশ, রাউটার, পাওয়ার সাপ্লাই ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ থাকবে। স্টারলিংক দুটি মাসিক প্যাকেজ দিচ্ছে:

রেসিডেন্সিয়াল প্যাকেজ:মূল্য ৬,০০০ টাকা, যার মাধ্যমে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির অসীম ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।

স্টারলিংক লাইট প্যাকেজ:মূল্য ৪,২০০ টাকা, যা কিছুটা কম গতির হলেও অবিরাম ইন্টারনেট সুবিধা দেবে।

এই সেবার সূচনার মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে নির্ভরযোগ্য উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিয়ে ডিজিটাল বৈষম্য দূর করার আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ