Views Bangladesh Logo

সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, ডিসেম্বরের আগ পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

র্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুলে দেয়া হচ্ছে। ফেব্রুয়ারি পর্যন্ত এ সুযোগ পাবেন পর্যটকরা।

তবে পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষার স্বার্থে দৈনিক ২ হাজারের বেশি পর্যটককে সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের অনুমতি দেয়া হবে না। একই সঙ্গে প্রথম দুই মাস অর্থাৎ ডিসেম্বর মাস শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য একটি নিবন্ধনভিত্তিক সফটওয়্যার তৈরি করা হয়েছে, যা পরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে। পর্যটকদের শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি দেয়া হবে।

এর আগে এই দ্বীপ ভ্রমণে বাধ্যতামূলক নিবন্ধনসহ কঠোর নিয়মকানুন আরোপ করতে একটি যৌথ কমিটি গঠন করেছিল পরিবেশ মন্ত্রণালয়। পূর্বের একটি সিদ্ধান্ত অনুযায়ী সেন্টমার্টিনে নয় মাস পর্যটন স্থগিতের ঘোষণা থাকলেও নতুন নির্দেশনায় সীমিত ও নিয়ন্ত্রিত প্রবেশাধিকারের অনুমতি দেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ