Views Bangladesh Logo

আগামী ১০ জুলাই দুপুরে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবীর মঙ্গলবার (৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সময়সূচি ঘোষণা করেন।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডসহ সব শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হবে। ফলাফল পাওয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে।

শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সেখানে পরীক্ষার নাম, বছর, বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে ফলাফল দেখা যাবে। পাশাপাশি প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’ থেকে EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবেন।

শিক্ষার্থীরা চাইলে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও, নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠিয়ে মোবাইলে ফলাফল জানা যাবে ১৬২২২ নম্বরে। টেলিটক বাংলাদেশ লিমিটেড ফলাফল প্রকাশের দিন সকালে এসএমএস ফরম্যাটসহ বিস্তারিত নির্দেশনা জানাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ