Views Bangladesh Logo

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খোন্দকার এহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ডগুলোর নিয়ন্ত্রক দপ্তর জানায়, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। মোট ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নেয়।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ ও ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার গত ১৫ বছরের ঐতিহ্য ভেঙে প্রধান উপদেষ্টা বরাবর ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী হস্তান্তর করা হবে না। শিক্ষা উপদেষ্টাও এ বিষয়ে কোনো সংবাদ সম্মেলন করবেন না। তবে ফলাফলের বিস্তারিত বিবরণ নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের একটি সংবাদ সম্মেলন হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ১০ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ