এসএসসি পরীক্ষায় বিদেশি কেন্দ্রে পাসের হার ৮৭.৩৫ শতাংশ
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ (বৃহস্পতিবার)। তবে গত বছরের তুলনায় এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
চলতি বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ যা ২০২৪ সালের ৮৩.০৪ শতাংশ থেকে কম। তবে বিদেশি কেন্দ্রগুলোতে অংশ নেয়া এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে পাসের হার তুলনামূলকভাবে অনেক বেশি যা ৮৭.৩৫ শতাংশ।
বিদেশি কেন্দ্রগুলো থেকে মোট ৪২৭ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৭৩ জন পাস করেন এবং ৫৪ জন ফেল করেন।
আজ ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যৌথভাবে এই ফলাফল প্রকাশ করে।
বিগত বছরগুলোর মতো এবার কোনো অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়নি। এর পরিবর্তে ঢাকা শিক্ষা বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকের মাধ্যমে ফলাফল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে পরীক্ষার ফলাফল ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার এহসানুল কবীর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে