Views Bangladesh Logo

শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৯৮৪টি

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। এ বছর সার্বিক পাসের হার নেমে এসেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে যা গত বছরের ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশের তুলনায় অনেকটাই কম।

ফল বিশ্লেষণে দেখা গেছে, সারা দেশে এবার মাত্র ৯৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। অথচ ২০২৪ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৯৬৮টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৯৮৪টি কমে গেছে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।

তবে এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। ঢাকার শিক্ষা বোর্ডে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার এহসানুল কবির বক্তব্য রাখেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ