এসএসসি ২০২৫: জিপিএ-৫ ও পাসের হারে ছেলেদের ছাড়িয়ে গেল মেয়েরা
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হয়েছে। এ বছরের ফলাফলে আবারও ছেলেদের তুলনায় সব সূচকে এগিয়ে রয়েছে মেয়েরা।
সারা দেশে গড় পাসের হার হয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ যা ২০২৪ সালের ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তবে মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশ খানিকটা এগিয়ে। মেয়েদের পাসের হার ৭১ দশমিক শূন্য ৩ শতাংশ আর ছেলেদের ৬৫ দশমিক ৮৮ শতাংশ অর্থাৎ মেয়েরা ছেলেদের চেয়ে ৫ দশমিক ১৫ শতাংশ বেশি পাস করেছে।
সব শিক্ষা বোর্ডের সম্মিলিত ফলাফলে দেখা গেছে, ছেলেদের তুলনায় ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, জিপিএ-৫ অর্জনেও এগিয়ে মেয়েরা। এবার ছেলেদের চেয়ে ৮ হাজার ২০০ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড ছাড়াও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে আজ দুপুর ১২টায় ফলাফল প্রকাশ করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে