এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ থেকে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হলে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এসএসসির ফল প্রকাশ করা হয়। এর পরপরই ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সময়সীমা উন্মুক্ত করে কর্তৃপক্ষ।
শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। এজন্য প্রতিটি বিষয়ের জন্য ফি বাবদ তাদের খরচ করতে হবে ১৫০ টাকা।
আবেদনের নিয়ম
ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ‘SSC [স্পেস] বোর্ডের প্রথম তিন অক্ষর [স্পেস] বিষয় কোড’ এবং পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 101
যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে হয়, তবে বিষয় কোড কমা দিয়ে আলাদা করতে হবে। যেমন-SSC DHA 101,102,103
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে