এসএসসির ফল পুনঃনিরীক্ষার জন্য লাগবে ১৫০ টাকা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ (বৃহস্পতিবার)। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষার ফল প্রকাশের পর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে চায় তাহলে সেটি করা যাবে। এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য আবেদন ফি হিসেবে লাগবে ১৫০ টাকা।
জানা গেছে, শুধুমাত্র টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে এই আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ্ মো. ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।
ফজলে রাব্বী বলেন, দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশে কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড— এই ১১টি বোর্ডের ফলাফল একযোগে প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে