Views Bangladesh Logo

পুরান ঢাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসার অবস্থায় মারা যান তিনি।

মারা যাওয়া মোরশেদ আলম তানিম (১৮) বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। সোমবার (৩০ জুন) রাতে তিনি চকবাজারের নজিম উদ্দিন রোডে মক্কুর শাহ মাজারের কাছে ছিনতাইকারীদের হামলার শিকার হন।

তানিমের বাবা তারেক ফিরোজ আলম জানান, সোমবার দিবাগত রাতে নাজিমউদ্দিন রোড পুরাতন জেলখানাসংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তানিম। সেখানে মক্কুর শাহ মাজারের সামনে দুই ছিনতাইকারী পিছন থেকে এসে তাকে ধারালো অস্ত্র দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তার সঙ্গে যে বন্ধুরা ছিল তারা তার থেকে কয়েক হাত সামনে হাঁটছিল। তখন তানিম বাধা দিলে তানিমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ছিনতাইকারীরা। এরপর ছিনতাইকারীরা পালিয়ে গেলে তার বন্ধু ও পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে তাকে রাতে ঢাকা মেডিকেলে নেয়া হয়।

তিনি আরও জানান, ওইদিন হাসপাতাল থেকে তানিমকে ছেড়ে দেয়া হয়। তবে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সে মারা যায়।

চকবাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ