Views Bangladesh Logo

এসএসসি পরীক্ষা: ১৩৪টি প্রতিষ্ঠানে শতভাগ ফেল

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এ বছর ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পরীক্ষায় অংশ নেন মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। তবে ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেননি কোনো শিক্ষার্থীই যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি অর্থাৎ এ বছর এই সংখ্যা বেড়ে হয়েছে ৮৩টি।

আজ দুপুরে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো অর্থাৎ ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যৌথভাবে ফলাফল প্রকাশ করে। তবে এবার কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছাড়াই ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ বছর ফলাফল প্রণয়নে এবার 'বাস্তব মূল্যায়ন' নীতি অনুসরণ করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতা নির্ধারণে সহায়ক ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং তা শেষ হয় ১৩ মে। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ