এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫ শতাংশ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশ উপলক্ষে এবার কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। অন্যান্য বছরের তুলনায় ফলাফল কিছুটা কম হলেও সার্বিকভাবে পরীক্ষার্থীদের পারফরম্যান্সে আশাবাদী বোর্ড কর্তৃপক্ষ।
যেভাবে জানা যাবে ফলাফল
শিক্ষার্থীরা অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে ফল জানতে পারবে।
এ ছাড়াও, এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:
SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল নম্বর] 2025
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: SSC Dha 123456 2025
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে