সাবিনাদের এক কোটি টাকার চেক দিলেন ক্রীড়া উপদেষ্টা
নেপালকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এমন সাফল্যে সাবিনা খাতুনদের এক কোটি টাকা পুরস্কার দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর দলের ফুটবলাররা ছাদ খোলা বাসে করে বাফুফের ভবনে পৌঁছান। তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে বিকাল সোয়া পাঁচটায় বাফুফে ভবনে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় টুর্নামেন্টজুড়ে দলের নিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করেন তিনি।
সাক্ষাৎ পর্ব শেষে উইনিং বোনাস হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাবিনা খাতুনদের হাতে এই বিশাল অঙ্কের টাকার চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে