নিয়ম মেনেই বিশেষ ট্রেন অনুমোদন: রেলপথ মন্ত্রণালয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আগামীকাল ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর অনুমোদনে কোনো কার্যনির্বাহী নিয়ম লঙ্ঘন করা হয়নি বলে স্পষ্ট করেছে রেলপথ মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান নানা জল্পনা-কল্পনা ও ভ্রান্ত তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় এ ব্যাখ্যা দেয় মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন চালুর অনুমোদন দিয়েছে। এটি একটি নিয়মিত প্রশাসনিক ও বাণিজ্যিক প্রক্রিয়া এবং পূর্বেও এ ধরনের অনুরোধে রেলওয়ে বিশেষ ট্রেন পরিচালনা করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বড় রাজনৈতিক কর্মসূচির জন্য আবেদন সাপেক্ষে ভাড়ার ভিত্তিতে বিশেষ ট্রেন পরিচালনা বাংলাদেশ রেলওয়ের একটি প্রচলিত চর্চা। এটি কোনো ব্যতিক্রম নয়।'
রেলপথ মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের আবেদন অস্বীকার করলে টিকিটবিহীন যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে, যা লজিস্টিক ও রাজস্ব—দু’দিক থেকেই সমস্যা তৈরি করতে পারে। বিশেষ ট্রেন সেই তুলনায় যাত্রা নিয়ন্ত্রিত করে এবং সঠিকভাবে ভাড়া আদায়ের সুযোগ সৃষ্টি করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জামায়াতে ইসলামী প্রায় ৩২ লাখ টাকা আগাম প্রদান করেছে যা রেলওয়ের রাজস্ব আয়ে যুক্ত হবে। এই ট্রেনগুলো সপ্তাহের ছুটির দিনগুলোতে সচল না থাকা কোচ ব্যবহার করেই চালানো হবে এবং শনিবার যাত্রী চাহিদা কম থাকায় নিয়মিত সেবায় কোনো ব্যাঘাত ঘটবে না।
রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও যোগ করে, 'এই সিদ্ধান্তটি পুরোপুরি বাণিজ্যিক এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। যে কোনো রাজনৈতিক দল যদি নিয়ম মেনে আবেদন করে, তাদের ক্ষেত্রেও এ ধরনের সিদ্ধান্ত বিবেচনা করা হবে। বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়ানোর কোনো সুযোগ নেই।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে