Views Bangladesh Logo

ডাকসু নির্বাচনে থাকছে বিশেষ নিরাপত্তা: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (ডিসি) মোল্লা আজাদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো উদ্বেগের খবর না পেলেও তারা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের ডিসি আজাদ জানান, বিশেষ নিরাপত্তার আওতায় আজ সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। রাত আটটার পর বৈধ পাসধারী ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিসহ সবার সার্বিক সহযোগিতাও আশা করেন মোল্লা আজাদ। জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ তাদের বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। সেটি করা হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের আটটি ভোটকেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে ভোট দেবেন ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার। এ বছর কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ